বিবাহের এক সপ্তাহ পরে স্বামীর সাথে বাজার করতে গিয়েছিলেন এক নববধু। বাজারেই দেখা হয় নববধুর পুরাতন প্রেমিকের সাথে। আর তখনই ঘটে অন্য রকম এক ঘটনা, নতুন স্বামীকে ফেলে রেখে পুরাতন প্রেমিক নিয়ে পালিয়ে যায় নববধু। এমনি ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। জানা গেছে গত ১৪ ই জুন বিয়ে হয় মনি কুমারী ও বিহারের বাসিন্দা বিবেকের। তারা চুরি কিনতে বাজারে যায় আর তখনই ঘটে এই ঘটনা। পুরনো প্রেমিক দেখেই নতুন স্বামীকে আড়াল করে পালিয়ে যায় মনি কুমরী।
অন্য পুরুষের সাথে নিজের নববধু কে পালিয়ে যেতে দেখে পিছন পিছন ছুটে যায় নতুন স্বামী বিবেক। তবে তার বউ মনি বলেন আমার পিছনে আর এসো না,আমি আর তোমার কাছে যাব না, এখন থেকেই ওর সাথেই থাকব। এ কথা বলে পালিয়ে যান তারা। তবে নতুন বউ বিয়ের সমস্ত গহনা নিয়েই পালিয়ে যায়। বিবেক সাথে সাথে পুলিশে অভিযোগ দায়ের করেন। এর কিছুক্ষণ পর পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করেন।
Leave a Reply