শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রাস্তার পাশে তালের বীজ লাগাই, বজ্রপাত থেকে কৃষক বাঁচাই এই স্লোগান এর মাধ্যমে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন নালিতাবাড়ী, পাঁচশত তালের বীজ রোপণ করেন নালিতাবাড়ী কাকরকান্দি রোডের দুই পাশে।
মঙ্গলবার বিকালে ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন এর উদ্যোগে পাঁচশত তালের বীজ রোপণ করেন। এই সময় শিক্ষার্থীদের সাথে থেকে তালের বীজ রোপণ এর কার্যক্রম উদ্বোধন করেন ০৭নং নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর বাবু। ছাত্রদের এমন উদ্যোগের যে স্লোগান রাস্তার পাশে তালের বীজ লাগাই বজ্রপাত থেকে কৃষক বাঁচাই ছাত্রদের এই কার্যক্রমকে স্বাদুভাধ জানায় এবং ছাত্রদের যে কোন কার্যক্রমে সার্বিক ভাবে পাশে থাকবে কথা দেন।
ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন এর সদস্য আসিফ বলেন আমরা মূলত সমাজকে সুন্দর করতে এবং অসহায় মানুষদের পাশে কাজ করে যাচ্ছি। আমাদের সংগঠন একদম অরাজনৈতিক এবং সবাই কলেজের ছাত্র পড়ালেখার পাশাপাশি আমরা এই কাজগুলো করে থাকি।
ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন এর সদস্য শাহীন আলম বলেন রাস্তার পাশে তালের বীজ লাগাই, বজ্রপাত থেকে কৃষক বাঁচাই এর মূল্য লক্ষ হলো কৃষকেরা কঠোর পরিশ্রম করে মাঠে কাজ করে তাদের রক্ষার জন্যয় আমাদের এই কার্যক্রম।
এসময় ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন এর সদস্যরা উপস্থিত ছিলেন আবু নাঈম, শাহীন আলম, ফরিদুল ইসলাম, শান্ত, রনি, মিঠুন, রিয়া, রোমানা, নাদিয়া, সাজন, সারোয়ার হোসাইন সহ ত্রিশ জন্য সদস্য ।
Leave a Reply