শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘর থেকে আল আমীন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম কালিনগর এলাকার নিজ বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আল আমীন ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
নিহতের পরিবার সূত্র জানায়, আল আমীন সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাতের খাবার খেয়ে নিজ কক্ষের দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন৷ মঙ্গলবার সকাল গড়িয়ে দুপুর হলেও আলামীনের ঘরের দরজা বন্ধ দেখতে পায় পরিবাবের লোকজন৷ পরে আলামীনের বড় ভাইয়ের স্ত্রী দুপুরের খাবার খাওয়ার জন্য আলামীনকে ডাকতে যান। ডাকাডাকির এক পর্যায়ে তার কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের আরেকটি দরজা দিয়ে ঘরে ঢুকেন৷ এ সময় তারা ঘরে ঢুকে আল আমীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷ পরে পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে আল আমীনের মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার মামলা হয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে আল আমীনের মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
Leave a Reply