শেরপুরের নালিতাবাড়ীতে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহরের গড়কান্দাস্থ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ শিক্ষকদের নিয়ে কমিটি গঠন উপলক্ষে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, শিক্ষক খলিলুর রহমান বাবুল, দেলোয়ার হোসেন, আবু জাফর, আবু তালেব, মাওঃ তাহেরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, অধ্যাপক মোস্তাক আহমেদ, মোঃ আবদুল্লাহ প্রমুখ। শিক্ষক কামরুজ্জামান (কামরুল) বিএসসি’র সঞ্চালনায় অনুষ্ঠানে গঠনতন্ত্র উপস্থাপন করেন অধ্যাপক রৌশন জামিল।
সভায় সর্ব সম্মতিক্রমে আব্দুর রশিদ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: আবদুল্লাহ কে সভাপতি ও উত্তর নাকসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কামরুজ্জামান (কামরুল বিএসসি) কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply