1. safolataybangladesh@gmail.com : SBtv 24 : SBtv 24
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাগরিকসেবা বাড়াতে কমান্ড সেন্টার আধুনিকায়ন করছে ডিএনসিসি। - Sbtelevision24.com
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

নাগরিকসেবা বাড়াতে কমান্ড সেন্টার আধুনিকায়ন করছে ডিএনসিসি।

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৬১ Time View

নিউজ ডেস্কঃ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নাগরিকসেবা সমূহ সাধারণ মানুষের কাছে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে এবং জনদুর্ভোগ কমাতে কমান্ড সেন্টার আধুনিকায়েনের ঘোষণা দিয়েছেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম। ‘কমান্ড সেন্টার থেকে কেন্দ্রীয়ভাবে জলাবদ্ধতার স্পট ট্র্যাকিংসহ, ময়লার গাড়ি, মশক কর্মীদের মুভমেন্ট ট্র্যাকিং, সবার ঢাকা অ্যাপ কম্প্লেইন মনিটরিংসহ, রেভেনিউ মনিটরিং, খাল, ফুটপাত, ফুটওভার ব্রিজের এ্যাস্কেলেটর, এসটিএস, স্মার্ট স্ট্রিট লাইটসহ বিভিন্ন সেন্সর মনিটরিং করা হবে।’ ৪ জুন, ২০২২ শনিবার সকালে গুলশান-২ নগরভবনের ৬তলায় আয়োজিত সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষনা দেন। মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘এমএমসি (মেয়র মাইগ্রেশন কাউন্সিল) ও বিশ্বব্যাংকের আমন্ত্রণে আমরা যুক্তরাষ্ট্র গমন করি। সেখানে বাংলাদেশের বৈরি জলবায়ুর প্রভাবে যা যা ঘটছে তা তুলে ধরাসহ জলবায়ু ফান্ডের দাবি জানাই। একই সঙ্গে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হলে কেমন হবে আমাদের নাগরিকসেবা সমূহ, তার বাস্তব অভিজ্ঞতা নিতে নিউইয়র্ক ও ওয়াশিংটন শহরের বিভিন্ন স্থান, স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করে মত বিনিময় করা হয়।’ ডিএনসিসি মেয়র বলেন, ‘ইন্টিগ্রেটেড করিডোর ম্যানেজমেন্টের আওতায় মিরপুর-১২ থেকে ফার্মগেট হয়ে বাংলামোটর পর্যন্ত যে এমআরটি-৬ লাইনটি হচ্ছে তাকে কেন্দ্র করে শহরে যে পরিবর্তন আসবে সেটার সঙ্গে খাপ খাইয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। কিভাবে সাধারণ মানুষের কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।’ উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ আতিকুল ইসলাম, Mayors Migration Council এবং বিশ্বব্যাংকের আমন্ত্রনে ১৫-২৬ মে ২০২২ খ্রিঃ যুক্তরাষ্ট্র গমন করেন। তিনি MMC Leadership board meeting, Disaster Displacement, General Assembly meeting সহ ইত্যাদি প্রোগামে অংশগ্রহন করেন। তিনি সফরকালে NewYork শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, স্ট্রিট পার্কিং, বাস টার্মিনাল, পাইকারি বাজারের সরবরাহ পদ্ধতি বিষয়ে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এছাড়া Washington DC শহরের মেট্রোপলিটন সিটির ট্রাফিক ব্যবস্থাপনা, আরবান প্ল্যানিং, রাজস্ব আদায়, ক্রয় কাজের কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সংক্রান্তে বিভিন্ন সংস্থার সাথে তিনি মতবিনিময় করেন। তিনি বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক প্রস্তাবিত করিডোর ম্যানেজমেন্ট প্রকল্পের সার্বিক অগ্রগতি তরান্বিত করার জন্য সংশ্লিষ্ঠ সকলকে নির্দেশনা প্রদান করেন। ডিএনসিসি’র কর্মকর্তাগনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন আয়োজন করার জন্য তিনি বিশ্বব্যাংকের প্রতিনিধিগনকে অনুরোধ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, কাউন্সিলরবৃন্দ এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত সফলতায় বাংলাদেশ  ২০২২
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি