1. safolataybangladesh@gmail.com : SBtv 24 : SBtv 24
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান । - Sbtelevision24.com
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান ।

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই ও চেল্লাখালী নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে লাল বালু উত্তোলন ও গারো পাহাড়ি গোপের সমতল ভূমি গর্ত খুঁড়ে সাদা বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে উপজেলার খরস্রোতা ওই দুই নদী ছাড়াও পাহাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী বারমারী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

সূত্র জানায়, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বারমারী আন্ধারুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদা বালু উত্তোলনের কিছু সরঞ্জাম ধ্বংস করা হয়। পরে এসিল্যান্ডের ফেসবুক ওয়ালে এক সতর্কতামূলক লেখা পোস্ট করা হয়।পোস্টে লেখা হয়, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আজকের অভিযানের কিছু স্থির চিত্র। লোভে পড়ে বা বালু খেকোদের কু পরামর্শে অবৈধ বালু উত্তোলনের সাথে নিজেকে জড়াবেন না। ধরা পড়লে কঠোর শাস্তির আওতায় আনা হবে। আগেই সতর্ক করা হলো। হাতে নাতে যাকে পাওয়া যাচ্ছে তাকেই শাস্তি দেয়া হচ্ছে। তাই এসব কাজে জড়িয়ে নিজের ও পরিবারের ক্ষতি করবেন না।

 

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত সফলতায় বাংলাদেশ  ২০২২
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি