শেরপুরের নালিতাবাড়ীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ অসহায় বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরন করা হয়েছে। রবিবার (১৯ জুন) দুপুরে উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। জানা গেছে, সম্প্রতি পাহাড়ি ঢলে নালিতাবাড়ী উপজেলার পৌরসভা, রামচন্দ্রকুড়া, নয়াবিল, যোগানিয়া, মরিচপুরান, বাঘবের, নালিতাবাড়ী ও কলসপাড় ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় ৫ সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এসব ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষের কষ্ট লাঘবে রবিবার প্রশাসনের পক্ষ থেকে ১হাজার ৯০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ১৯ মেট্রিকটন চাল, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ৩০০ প্যাকেটজাত খাদ্য বিতরন করা হয়। এর আগে গত দুইদিনে আরো ৪৫০টি পরিবারের মাঝে চিরা, মুড়ি ও গুড় বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।
Leave a Reply