1. safolataybangladesh@gmail.com : SBtv 24 : SBtv 24
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ। - Sbtelevision24.com
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ।

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৯৯ Time View

নিউজ ডেস্কঃ আজ (২০জুন) সোমবার দুপুরে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগর ভবনে ৬ষ্ঠ তলায় হলরুমে ডিএনসিসি’র পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর দ্বি-বার্ষিক ২০২২-২৪ নির্বাচনে বিজয়ী প্রার্থিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন। নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, “পরিবহন চালক ও শ্রমিকদের নিয়েই ডিএনসিসি পরিবার। পরিবারের সকলকে সাথে নিয়েই ডিএনসিসি কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি আপনারা সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সাথে কাজ করলে আমারা আমাদের সুস্থ্য, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে পারবো। চেষ্টা করলে যে সফল হওয়া যায় তার উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে।” পরিবহন চালক ও শ্রমিকদের জ্বালানি সাশ্রয় করার নির্দেশনা দিয়ে মেয়র বলেন, “বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্য বৃদ্ধির ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অতএব সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। জ্বালানি ও বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।” শ্রমিকদের কল্যাণে ডিএনসিসি গুরুত্বসহকারে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, “পরিবহন চালক ও শ্রমিকদের জন্য ইতোমধ্যে ইন্সুইরেন্স দিগুণ করা হয়েছে, পেনশন চালু করা হয়েছে, মৃত্যুকালীন অনুদান ৮লাখ টাকা করা হয়েছে। চালকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চালকদের সকল নিয়ম মেনে এবং সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে।” অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা সভাপতিত্ব করেন এবং নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ পাঠ করান। “আধুনিক শহর গড়তে শুধু মেয়র এবং কাউন্সিলর নয় সবাইকে কাজ করতে হবে। সবাইকে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং সবাইকে জবাবদিহি করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আধুনিক ঢাকা গড়ে তুলবো।” অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ মাহে আলম, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত সফলতায় বাংলাদেশ  ২০২২
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি