1. safolataybangladesh@gmail.com : SBtv 24 : SBtv 24
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শেরপুরে হাতকড়া পড়া অবস্থায় আসামি পালানোর ৩ ঘন্টা পর আবারও গ্রেফতার - Sbtelevision24.com
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

শেরপুরে হাতকড়া পড়া অবস্থায় আসামি পালানোর ৩ ঘন্টা পর আবারও গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৯০ Time View

আল আমীন (শেরপুর জেলা) প্রতিনিধি,

শেরপুরে আদালত চত্বর থেকে হাতকড়াসহ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর ৩ ঘন্টার ব্যবধানে আব্দুস সালাম (২৫) নামে মাদক মামলার এক আসামিকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। ২১ জুন মঙ্গলবার দুপুরে তাকে সদর উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সালাম সদর উপজেলার ইলশা গ্রামের নামাপাড়া গ্রামের মো. গুঞ্জর আলীর ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুন রবিবার বিকেলে ২৪ গ্রাম হেরোইনসহ শেরপুর সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা থেকে আব্দুস সালামকে আটক করে র‌্যাব-১৪। পরে সোমবার তাকে মাদক আইনের মামলাসহ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। সদর থানা পুলিশ সালামকে রিমাণ্ডসহ মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করলে আদালত ২১ জুন সোমবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠায়। সোমবার সকাল ১১টার দিকে পুলিশ রিমান্ডের আবেদনের শুনানীর জন্য আব্দুস সালামকে জেলা কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হলে আদালত চত্বর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে। পরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহম্মেদ ও কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হকের নেতৃত্বে সদর থানা পুলিশের সর্বাত্মক অভিযানে পালানোর ৩ ঘন্টার মধ্যেই সদর উপজেলার পাকুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, সালাম পালানোর পরপরই আমরা অভিযানে নামি। পালানার দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, এ ঘটনায় কারো গাফিলতি আছে কিনা সেজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কারো গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নেওয়ার সুপারিশ করা হবে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত সফলতায় বাংলাদেশ  ২০২২
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি