শেরপুরের নালিতাবাড়ীতে জাকজমক ভাবে বাংলাদেশ মেম্বার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন উপলক্ষে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ জুলাই ) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ মেম্বার এসোসিয়েশন নালিতাবাড়ীর আয়োজনে উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
যোগানিয়া ইউপি মেম্বার শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ২নং নন্নী ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ মেম্বার।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু, বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, বাঘবেড় ইউপি চেয়ারম্যান আঃ সবুর, বাংলাদেশ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসআই শাহিন সাফওয়ান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, রাজনগর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য আয়শা আক্তার রুপালী, ইউপি মেম্বার হযরত আলী, মহিলা মেম্বার রহিমা বেগম, আদিবাসী নেত্রী কেয়া নকরেক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের মেম্বার, মহিলা মেম্বার, সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় আজকালের মধ্যেই সংগঠনটির নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়।
Leave a Reply