শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ আবু বকর সিদ্দিক এর নির্দেশনায় সোমবার (৫ সেপ্টেম্বর) অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উপজেলার নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি গ্রাম থেকে মৃত বেলায়েত হোসেনের ছেলে শেখ সাদী (৪০) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও একইদিন বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী নজরুল ইসলাম (৪০), রাব্বি (২৪), আলী হোসেন (৪৫), আঃ রহিম ওরফে অভিনাছ (৫৫), রিয়াজুল হক (৫৫), নজরুল ইসলাম (৩৫), মাহফুজা বেগম (৪৮) ও আবেদ আলী (৫৫) কে গ্রেফতার করা হয়।
এব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামী ও গাঁজা সহ ১ ব্যাক্তিকে গ্রেফতারের পর তাদেরকে শেরপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply