শেরপুরের নালিতাবাড়ীতে কেউ ট্রান্সফরমার চোর ধরিয়ে দিতে পারলে তার জন্য নগদ ১লাখ টাকার পুরস্কার প্রদানের ঘোষণা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
জানা গেছে, ইতিমধ্যে উপজেলার বেশ কয়েকটি বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। মূল্যবান এই ট্রান্সফরমার খুইয়ে কৃষকরা আর্থিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সম্প্রতি উপজেলার ছালুয়াতলা গ্রামের কৃষক এমদাদুল হকের সেচ মেশিনের ৩টি ট্রান্সফরমারের মধ্যে ২টি চুরি হয়ে যায়। ওই কৃষক পরিবারটি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।
এই ঘটনায় ভুক্তভোগী কৃষকরা উপজেলা পরিষদ ও প্রশাসনকে ব্যাপারটি অবহিত করেন।
বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি, প্রশাসন, বিদ্যুৎ বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ উদ্বিগ্ন। তাই চোর ধরতে পুরস্কার ঘোষনা করা হয়।বৃহস্পতিবার (২৮ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীনের সভাপতিত্বে এক যৌথসভায় পল্লী বিদ্যুতের এজিএম ট্রান্সফরমার চুরির ব্যাপারটি আলোচনা করলে চোর ধরতে নগদ ১লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, ট্রান্সফরমার চুরি একটি জঘন্য কাজ। যে কৃষকের ট্রান্ফরমার চুরি হয় সে পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে যায়।আবাদ হুমকির মুখে পরে। যে চোরকে ধরিয়ে দিতে পারবে তাকে নগদ ১লাখ টাকা দেওয়া হবে। এছাড়াও তাকে বিভিন্ন সরকারী সুযোগ সুবিধায় অগ্রাধিকার দেওয়া হবে।
Leave a Reply