1. safolataybangladesh@gmail.com : SBtv 24 : SBtv 24
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শেরপুরে র‍্যাবের পৃথক অভিযানে হেরোইন ও গাঁজা সহ গ্রেফতার ২ - Sbtelevision24.com
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

শেরপুরে র‍্যাবের পৃথক অভিযানে হেরোইন ও গাঁজা সহ গ্রেফতার ২

আল আমীন শেরপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৩ Time View

আল আমীন শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরে র্যাবের পৃথক অভিযানে মো. মাজাহারুল ইসলাম(৩২) ও মো. ফালু মিয়া (৩৭) নামে ২মাদক ব্যবসায়ীকে হেরোইন ও গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাজাহারুল শ্রীবরদী উপজেলার উত্তর খরিয়া গ্রামের আবুল হাসেম ও ফালু মিয়া শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামের নায়েব আলীর ছেলে। র্যাব-১৪ এর প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল শেরপুরের শ্রীবরদী থানাধীর ইন্দলপুর গ্রামস্থ মো. আঃ হালিম এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে মাজাহারুল ইসলামকে ৭৫পিস কথিত ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। অপরদিকে ফালু মিয়াকে শেরপুর সদর থানাধীন চৈতনখিলা বটতলা বাজারস্থ নিজাম উদ্দিন আহম্মেদ মডেল কলেজ এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩কেজি ৫ শত গ্রাম গাঁজা সহ আটক করা হয়। ফালু মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় ৪টি মাদক মামলার এজাহার ভুক্ত আসামী। তন্মধ্যে ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারকৃতরা র্যাব-১৪ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামী মাজাহারুলের বিরুদ্ধে শ্রীরবদী থানায় ও ফালু মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত সফলতায় বাংলাদেশ  ২০২২
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি