নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড আমবাগের অন্তর্গত মেঘলাল গ্রামে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মেঘলাল প্রাথমিক বিদ্যালয় নামে, একটি বিদ্যালয়ের এর ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। এই বিদ্যালয়টির প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন এর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ খলিলুর রহমান এম এ। আরো উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব হায়াত আলী মেম্বার, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তোফাজ্জেল হোসেন, মেঘলালের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জহির দেওয়ান, আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের মধ্যে মেঘলাল একটি অবহেলিত গ্রাম। এই ওয়ার্ডে বিভিন্ন জায়গায় উন্নয়ন হলেও, এই মেঘলাল গ্রামে চোখে দেখার মতো তেমন কোন উন্নয়ন হয় নাই। এই গ্রামের ছেলেমেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার জন্য পার্শ্ববর্তী গ্রামে খোলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করতে হয়। মেঘলাল গ্রামে সরকারি কোন প্রাথমিক বিদ্যালয় নেই।
মেঘলাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা ১০ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব জনাব খলিলুর রহমান এম.এ বলেন, আমার নির্বাচন পূর্ববর্তী ইশতেহার অনুযায়ী এই মেঘলাল গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার কথা বলেছিলাম। তিনি আরো বলেন এই প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য মেঘলালবাসীর এগিয়ে আসতে হবে।
Leave a Reply